রংপুর-ঢাকা মহাসড়কের দর্শনা মোড় এলাকায় প্রয়াত জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নির্মানাধীন বাড়ি ‘পল্লী নিবাস’। ওই বাড়ির এক পাশেই তাঁর বাবার নামে প্রতিষ্ঠিত ‘মকবুল হোসেন জেনারেল অ্যান্ড ডায়াবেটিক হাসপাতাল’। সেখানকার লিচু বাগানে এরশাদের মরদেহ সমাহিত করতে সোমবার, ১৫ জুলাই বিকাল থেকে কবর খুঁড়ছেন জাতীয় পার্টির্ নেতাকর্মীরা।
মেজবাহুল হিমেলের তোলা ছবি