গাইবান্ধার পলাশবাড়ীতে ভ্রাম্যমাণ আদালত চলাকালে জরিমানা করায় বিচারকের কলম ভাঙচুর ও ডিসিআর বই ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেছে। করোনা পরিস্থিতি মোকাবিলায় অযথা ঘোরাফেরা করার দায়ে আব্দুল আজিজ (৫৮) নামের এক জরিমানা করায় তিনি এ ঘটনা ঘটান।
মঙ্গলবার, ৭ এপ্রিল উপজেলা সদরের কালিবাড়ী হাটে এ ঘটনা ঘটে। আটক আজিজ উপজেলার হোসেনপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মৃত নইমুদ্দিনের ছেলে।
পলাশবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেরীনা আফরোজ জানান, করোনা পরিস্থিতি মোকাবিলায় সামাজিক দূরত্ব নিশ্চিতকরণসহ সরকারের গৃহীত নানা পদক্ষেপ বাস্তবায়নের জন্য নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে উপজেলা সদরের কালিবাড়ী হাটে অযথা ঘোরাঘুরির দায়ে আব্দুল আজিককে ৩শ টাকা জরিমানা করা হয়। সে সময় তিনি ক্ষিপ্ত হয়ে রায় লেখার ডিসিআর বই ছিঁড়ে এবং কলম ভেঙে ফেলেন। এছাড়াও তিনি পুলিশের সঙ্গে অসদাচারণ করেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।অভিযুক্ত ব্যক্তি থানা হেফাজতে রয়েছে বলে জানান পলাশবাড়ী থানার ওসি মাসুদুর রহমান।
জেএম/রাতদিন