জলঢাকায় আগুনে নিঃস্ব ২১ পরিবার, পাশে দাঁড়াচ্ছেন অনেকে

নীলফামারীর জলঢাকায় অগ্নিকান্ডে নিঃস্ব হয়েছে ২১ পরিবার। গতকাল বুধবার, ৬ জানুয়ারি রাতে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের উত্তর বেরুবন্দ গ্রামে এ ঘটনা ঘটে। মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে। এসব পরিবার এখন খোলা আকাশের নিচে অবস্থান করছে।

আজ বৃহস্পতিবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, ইউএনও মাহবুব হাসান ও ওসি মোস্তাফিজুর রহমান।

এসময় প্রত্যেক পরিবারকে দুটি করে কম্বল, শুকনা খাবার ও শিশুদের পোষাক বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার। অপরদিকে ৫০টি কম্বল ও শুকনা খাবার বিতরণ করা হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।

এদিকে উপজেলা পরিষদের তহবিল হতে নগদ ৭১ হাজার টাকা এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর ব্যক্তিগত তহবিল হতে ২৬ হাজার টাকা বিতরণ করেন। অপরদিকে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়িয়েছেন নীলফামারী জেলা বে-সরকারি টিভি ফোরাম সভাপতি ও সিয়াম এন্টারপ্রাইজ সত্ত¡াধিকারী মঞ্জরুল আলম সিয়াম।

এবি/রাতদিন

মতামত দিন