জলঢাকায় বীর মুক্তিযোদ্ধাদের বাড়ি বাড়ি পৌঁছাল বিজয় দিবসের উপহার

মহান বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের বাড়ি বাড়ি গিয়ে শুভেচ্ছা উপহার পৌঁছে দিয়েছে নীলফামারীর জলঢাকা উপজেলা প্রশাসন।

আজ বুধবার, ১৬ ডিসেম্বর সকালে পৌর শহরের মাথাভাঙ্গা গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেনের স্ত্রী লুৎফা বেগমের হাতে শুভেচ্ছা উপহার দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মাহবুব হাসান।

এসময় সেখানে ছিলেন সহকারী কমিশনার(ভূমি) সিফাত মোহাম্মদ ইসতিয়াক ভুঁইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চঞ্চল কুমার ভৌমিক ও অধ্যক্ষ আবেদ আলী প্রমূখ।

এ সম্পর্কিত আরও খবর...
style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3929264565086846" data-ad-slot="3647344972">

শুভেচ্ছা উপহার পেয়ে আবেগে আপ্লুত লুৎফা বেগম বলেন, দেশ স্বাধীনের প্রায় ৫০ বছরে এই প্রথম প্রশাসনের কর্তা ব্যক্তিরা বাসায় এসে উপহার সামগ্রী হাতে তুলে দিয়েছে।

ইউএনও মাহবুব হাসান জানান, করোনাকালে স্বাস্থ্যবিধির উপর গুরুত্ব দিয়ে মহান বিজয় দিবসের অনুষ্ঠানগুলো সংক্ষিপ্ত করা হয়েছে। একই কারণে সমবেত হতে না পেরে ১০৫ জন বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে বাড়ি বাড়ি গিয়ে শুভেচ্ছা উপহার পৌঁছে দেওয়া হবে।

এবি/রাতদিন