জানুয়ারিতে ফুটবলার কিনতে পারবে চেলসি

ট্রান্সফার মার্কেটের দুই উইন্ডোতে নিষিদ্ধ হয়ে ছিল ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাব চেলসি। শাস্তিটা কমে এবার এক উইন্ডোতে নেমে এসেছে। তার মানে আগামী জানুয়ারিতে খেলোয়াড় কেনা-বেচা করতে পারবে স্টামফোর্ড ব্রিজ শিবির।

তরুণ ফুটবলার কেনার নিয়ম ভেঙে ফেব্রুয়ারিতে শাস্তিটা পেয়ে ছিল দ্য ব্লুজ শিবির। ফিফার এ শাস্তির বিরুদ্ধে বিশ্বের সর্বোচ্চ ক্রীড়া আদালত কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্টে (সিএএস) আপিল করে সফল হয়েছে কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের দল।

কমে আসা শাস্তিটা গেল গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতেই ভোগ করে ফেলেছে চেলসি। তাই জানুয়ারিতে ফুটবলার কিনতে আর কোনো বাধা থাকল না তাদের সামনে।

সঙ্গে লন্ডন ক্লাবের আর্থিক জরিমানাও কমেছে। ছয় লাখ সুইস ফ্রাঁ-র বদলে এখন তাদের দিতে হবে ৩ লাখ সুইস ফ্রাঁ।

এনএ/রাতদিন