জাতীয় পার্টির(জাপা) চেয়ারম্যান জিএম কাদের করোনায় আক্রান্ত হয়েছেন। তার করোনা মুক্তি কামনায় আজ শুক্রবার, ১৫ জানুয়ারি রংপুরসহ কয়েক স্থানে জাতীয়পার্টির উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রংপুর: বিকেলে রংপুর মহানগর ও জেলা জাতীয় পার্টির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জাপা চেয়ারম্যানের রোগমুক্তি কামনায় দোয়া পরিচালনা করেন সেন্ট্রাল রোড জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল ওয়াদুদ।
এসময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর জাপার সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর, জেলা জাপার সাধারণ সম্পাদক হাজী আব্দুল রাজ্জাক, মহানগর জাপার যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন, জেলা জাপার সাংগঠনিক সম্পাদক শামিম সিদ্দিকী, মহানগর জাপার সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ।
গঙ্গাচড়া: জিএম কাদেরের দ্রুত করোনা মুক্তি চেয়ে বিকেলে বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গাঁর বাসভবনের হলরুমে জাতীয় পার্টি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আবুল কালাম আজাদ, আহবায়ক কমিটির সদস্য আলী আরিফ সরকার রিজু, গঙ্গাচড়া ইউনিয়ন জাপা সভাপতি মোজাম্মেল হক মোশারফ, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান দুলু ও সাংগঠনিক সম্পাদক আজাহার আলী, কোলকোন্দ ইউনিয়ন জাপা সভাপতি আব্দুর রউফ, বেতগাড়ী ইউনিয়ন জাপা সভাপতি, চাদ সরকার, নোহালী ইউনিয়ন জাপা সভাপতি, আব্দুল কাদের ও সাধারণ সম্পাদক আজিনুর রহমান প্রমুখ।
লালমনিরহাট: জেলা জাপার উদ্যোগে লালমনিরহাটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহরের কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ শেষে অনুষ্ঠিত দোয়ায় জেলা জাপার সদস্যসচিব সেকেন্দার আলী অংশ নেন। এসময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এইচএ/রাতদিন