জাতীয় পার্টির চেয়ারম্যান এবং সাবেক রাষ্ট্রপতি জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদ তাঁর স্থাবর-অস্থাবর সব সম্পতি একটি ট্রাস্টে দান করে দিয়েছেন। এর জন্য তিনি একটি ট্রাস্টি বোর্ডও গঠন করে দিয়েছেন। রবিবার বিকাল সোয়া ৪টায় এ ট্রাস্ট গঠন করা হয়।
ট্রাস্টি গঠনের সময় উপস্থিত থাকা জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সাল চিশতি এসব তথ্য জানিয়েছেন।
ট্রাস্টি বোর্ড থাকা পাঁচ সদস্য হলেন, হুসেইন মুহাম্মদ এরশাদ, তাঁর ছেলে এরিক এরশাদ, ব্যক্তিগত সহকারী মেজর (অব.) খালেদ আখতার, নিকট আত্মীয় মুকুল ও ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মাদ জাহাঙ্গীর।
জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা স্ত্রী রওশন এরশাদ এবং জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ভাই জিএম কাদেরকে বাদ দিয়েই এই ট্রাস্টি গঠন করেছেন ৯০ বছর বয়সী সাবেক এই সামরিক শাসক। বর্তমানে তিনি শারীরিক নানা সমস্যায় ভুগছেন। সূত্র : বাংলারিপোর্ট