ঠাকুরগাঁওয়ে তিন যানবাহন মুখোমুখি, নিভে গেল ৩ প্রাণ

তিন যানবাহনের মুখোমুখি সংঘর্ষে ঠাকুরগাঁওয়ে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরও ২০ জন।

বৃহস্পতিবার, ২২ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার সালন্দর ড্যানিশ (ভূতপাড়া) নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ঠাকুরগাঁও জেলা হাসপাতাল সূত্র দুর্ঘটনায় হতাহত হওয়ার তথ্য জানিয়েছে। নিহত ব্যক্তিরা হলেন বাসের চালক মো. বাবুল ও অগ্রণী ব্যাংক মুন্সিরহাট শাখার কর্মকর্তা মো. কামরুজ্জামান। এই দুজন ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়ার পর মারা যান ঠাকুরগাঁওয় সদর উপজেলার নারগুন এলাকায় রাজমিস্ত্রি আবুল কালাম আজাদ।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন ইনর্চাজ মফিদার রহমান এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সদর উপজেলার ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে যাত্রীবাহী মিনিবাস, ঢাকাগামী সোনার বাংলা কোচ ও একটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়।  দুর্ঘটনাস্থলে দুইজন এবং হাসপাতালে একজনের মৃত্যু হয়।

মফিদার রহমান জানান, আহত অন্তত ২০ জন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায় চিকিৎসক প্রভাস কুমার রায় জানান, এখন পযর্ন্ত তিনজন মারা গেছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে ৫-৬ জনের অবস্থা আশঙ্কাজনক।

জেএম/রাতদিন