ঠাকুরগাঁওয়ে সনাতন ধর্মাবলম্বী ও ইসকানপন্থীদের সংঘর্ষের আশংকা, দূর্গা মন্দিরে ১৪৪ ধারা

ঠাকুরগাঁও আউলিয়াপুরের শ্রী শ্রী রশিক রায় জিউ  দূর্গা মন্দিরে  ১৪৪ ধারা জারি করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বী ও ইসকনপন্থীদের মধ্যে সংঘর্ষ এড়াতে জেলা প্রসাশন এই পদক্ষেপ নিয়েছেন।

আজ বুধবার, ২১ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ১৪৪ ধারা জারির আদেশ দেন।  

উপজেলা প্রশাসন জানায়, ২০০৯ সালের ১৮ সেপ্টেম্বর জমি দখলকে কেন্দ্র করে রশিক রায় জিউ মন্দিরে দুর্গাপূজা চলাকালে সনাতন ধর্মাবলম্বী ও ইসকনপন্থীদের মধ্যে সংঘর্ষ হয়। সেসময় ইসকনপন্থীদের হামলায় একজন নিহত হন। এরপর থেকে পূজার সময় ১৪৪ ধারা জারি করা হচ্ছে।

জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন ঘোষ জানান, বিষয়টি মিটিয়ে ফেলার জন্য দুপক্ষের সাথে একাধিকবার বসার চেষ্টা করা হয়েছে। কিন্তু কোনো পক্ষই আলোচনায় বসতে আগ্রহী হয়নি।

পুলিশ সুপার মোহা. মনিরুজ্জামান বলেন, কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরআই/রাতদিন