ডুবে যাচ্ছেন রোনালদিনহো!

ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো ডুবতে বসেছেন দেনা, বকেয়া ও জরিমানার দায়ে।

তার দুটি পাসপোর্ট সহ ৫৭টি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে কর্তৃপক্ষ। দেশের বাইরে না যাওয়ারও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তার উপর।

সংবাদমাধ্যম জানিয়েছে, রোনালদিনহোর দেনার পরিমাণ দুই মিলিয়ন ইউরোর বেশি। দিন দিন তা আরও বাড়ছে।

ব্রাজিলের সংবাদমাধ্যম ফোলহা দে সাও পাওলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, তার মোট ৫৭ টি সম্পত্তি জব্দ করা হয়েছে। তার মধ্যে চারটি বাজেয়াপ্ত করেছে রিও গ্রান্দে আদালত। পরিবেশগত জরিমানা ২.২ মিলিয়ন ইউরো দিতে না পারার কারণেই সম্পত্তিগুলো জব্দ করা হয়।

কাউন্সিল কর বকেয়া থাকায় আরও ১.৮ মিলিয়ন ইউরো জরিমানার শিকার হয়েছেন তিনি। ব্রাজিলের ন্যাশনাল অ্যাটর্নি অফিস নতুন এক ইস্যুতে তাঁকে ১ লাখ ৮৪ হাজার ইউরো জরিমানা করেছে।

রাজস্ব বিভাগে জরিমানার অর্থ বকেয়া রাখায় রোনালদিনহোর দুটি পাসপোর্ট জব্দ করেছে আদালত। ব্রাজিলের কিংবদন্তি তারকা অবশ্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন তাঁর স্প্যানিশ পাসপোর্ট ফেরত দেওয়া হয়েছে।

রোনালদিনহোর বিপক্ষে প্রথম তদন্ত শুরু হয় ২০০৯ সালে। দেশটির পরিবেশবিষয়ক সরকারি আইনি অফিস এ তদন্ত শুরু করেছিল । রোনালদিনহো ও তাঁর ভাইদের দ্বারা পরিবেশের কতটুকু ক্ষতি হয়েছে, সে ব্যাপারে তদন্ত শুরু করেছিল এ দপ্তর।

শান্ত/রাতদিন