ডেঙ্গুতে আক্রান্ত নায়ক আলমগীর ও বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান

সম্প্রতি নায়ক আলমগীর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি বাসায় বিশ্রাম নিচ্ছেন। ভয়ের কিছু নেই জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

ডেঙ্গু বিস্তার রোধ ও গুজবের প্রতিকারে মানববন্ধন করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। আজ দুপুরে এফডিসির গেটে মানববন্ধনে অংশগ্রহণ করেন চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীরা। এ সময় নায়ক আলমগীরের ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার কথা জানিয়ে সবার কাছে দোয়া চান জায়েদ।

জায়েদ খান বলেন, ‘সারা দেশে ডেঙ্গু জ্বর ছড়িয়ে পড়ছে। সম্প্রতি আমাদের সবার প্রিয় নায়ক আলমগীর ভাই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি এখন বাসায় বিশ্রাম নিচ্ছেন। ভয়ের কিছু নেই। সবাই উনার জন্য দোয়া করবেন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন।’

এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমরের ডেঙ্গু রোগ ধরা পড়েছে। বর্তমানে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি রয়েছেন বলে পূর্বপশ্চিমবিডিনিউজের এক খবরে বলা হয়েছে।

এর আগে গত রোববার, ২৮ জুলাই সন্ধ্যার পর জ্বর নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন।

পরীক্ষা নিরিক্ষার পর ব্যারিস্টার শাহজাহানের ডেঙ্গু রোগ ধরা পড়েছে বলে জানা গেছে।

অপরদিকে যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর ছেলেও ডেঙ্গু আক্রান্ত হয়ে একই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার তাদের দুইজনকে হাসপাতালে দেখতে যান।

এইচএ/রাতদিন