বিপাকে পড়লেন ভারতের পাঁচ ক্রিকেটার। নিজেদের অবস্থানের তথ্য না জানিয়ে ন্যাশনাল অ্যান্টি-ডোপিং এজেন্সির (নাডা) নোটিশ পেলেন তারা। এই পাঁচ ক্রিকেটারই ভারতের কেন্দ্রীয় চুক্তিতে রয়েছেন।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) অবশ্য পাশে আছে তাদের। সেই পাঁচ ক্রিকেটার হলেন চেতেশ্বর পূজারা, রবীন্দ্র জাদেজা, লোকেশ রাহুল, স্মৃতি মান্ধানা ও দীপ্তি শর্মা। বোর্ড জানিয়েছে পাসওয়ার্ড বিভ্রাটের জন্য অবস্থান জানাতে দেরি হয়েছে তাদের।
ওয়াডা মহাপরিচালক নাভিন আগারওয়াল জানাচ্ছিলেন- বিসিসিআই তাদের পাঁচ ক্রিকেটারের অবস্থান জানানোর ব্যর্থতা নিয়ে ‘যৌক্তিক’ ব্যাখ্যা দিয়েছে। তিনি বলেন, ‘দেখুন, ভারতীয় বোর্ড একটি ব্যাখ্যা দিয়েছে। আমাদের সেটি যুক্তি সঙ্গত মনে হচ্ছে। পাসওয়ার্ড বিভ্রাটের কারণেই নাকি সময় মতো ওরা তথ্য দিতে পারেনি।’
করোনাভাইরাসের সংক্রমণের এই সময়ে ভারত জুড়ে চলছে লকডাউন। এরমধ্যে তিন মাসের অবস্থান জানানো ছিল বাধ্যতামূলক। তিনবার সেটি না করা মানে একবার অ্যান্টি ডোপিং আইন ভাঙার সমান অপরাধ। আর সেটা হলে শুনানির পর সর্বোচ্চ দুই বছরের নিষেধাজ্ঞার শাস্তি হবে।
এ অবস্থায় ওয়াডা পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবে। সেক্ষেত্রে ক্ষমা পেয়ে যেতে পারেন ভারতের এই পাঁচ ক্রিকেটার।
এনএ/ রাতদিন