ড. ইউনূসের ভবিষ্যৎ অর্থনীতির রূপকল্প নিয়ে কার্টুন বই বের করবেন ফরাসি কার্টুনিস্ট প্লানটু। গত ১৮ মে জার্মানির উইসবাডেনে অনুষ্ঠিত ‘ফ্রেন্ডস অব সোশ্যাল বিজনেস’ ফোরামে নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস ফ্রান্সের প্রখ্যাত লে মোদ পত্রিকার কার্টুনিস্ট প্লানটুর সঙ্গে বৈঠক করেন।
গত ২৪ মার্চ লুক্সেমবার্গের মহামান্য গ্র্যান্ড ডাচেজ থেকে আয়োজিত একটি মধ্যাহ্নভোজে ড. ইউনূসের সঙ্গে আলাপকালে প্লানটু সামাজিক ব্যবসার ধারণার প্রতি আগ্রহ দেখান। এরই পরিপ্রেক্ষিতে প্লানটু জার্মানির এই ফোরামে ড. ইউনূসকে শ্যাডো করতে ফ্রান্স থেকে আসেন।
জার্মানিতে অবস্থানকালে প্লানটু সভ্যতার প্রতি কিছু গুরুতর হুমকি যেমন সম্পদ কেন্দ্রীকরণ, জলবায়ু পরিবর্তন, রাজনৈতিক চরমপন্থা ইত্যাদি বিষয়ে ড. ইউনূসের দৃষ্টিভঙ্গি এবং একটি নতুন সভ্যতা তৈরিতে সামাজিক ব্যবসা ও ক্ষুদ্রঋণ কী ভূমিকা পালন করতে পারে সে বিষয়ে তাঁর মতামত জানতে তাঁর কয়েকটি সাক্ষাৎকার গ্রহণ করেন। এসব সাক্ষাৎকারের ফল হিসেবে প্লানটু ইউনূসের কাজের ওপর একটা কার্টুন বই বের করার পরিকল্পনা করছেন বলে জানান।
এইচএম/রাতদিন