ড. ওয়াজেদ পরিশুদ্ধ মানুষ ছিলেন : স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী বিশিষ্ট পরমানু বিজ্ঞানী ড. এম. এ. ওয়াজেদ মিয়া একজন নিরহংকার ও মানবিক গুণাবলীতে উজ্জীবিত পরিশুদ্ধ মানুষ ছিলেন।

স্পিকার আরো বলেন, ‘ড. ওয়াজেদ আজীবন মানবতার কল্যাণে কাজ করে বাঙালি জাতির কাছে গর্বিত ও আলোকিত মানুষ হয়ে আছেন।’

শুক্রবার, ২২ ফেব্রুয়ারি রংপুরের পীরগঞ্জে প্রধানমন্ত্রীর বাড়ী ‘জয় সদন’ চত্বরে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিস আয়োজিত অগ্রাধিকারমূলক পানি সরবরাহ প্রকল্পের আওতায় নলকূপ বিতরণের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘নিরাপদ সুপেয় পানি জীবনে খুবই গুরুত্বর্পূণ। তাই সরকার জনগণকে সুপেয় পানি সরবরাহের উদ্যোগ নিয়েছে।’

অনুষ্ঠানে ইউএনও টিএম মমিনের সভাপতিত্বে পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম বক্তব্য রাখেন। 

এসময় উপস্থিত ছিলেন রংপুরের এডিসি শুকরিয়া পারভিন, উপজেলা চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডল, এমএ ওয়াজেদ ফাউন্ডশনের চেয়ারম্যান একেএম ছায়াদত হোসেন বকুল, রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেদেহী হাসান সিদ্দিকী রনি।

এর আগে স্পিকার ড. ওয়াজেদ মিয়ার শ্রদ্ধা নিবেদন করেন এবং ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে নিহতদের আত্নার শান্তি কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

এইচএ/রাতদিন