দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলার সিদ্ধান্তটা তামিমের ওপরেই

সংবাদ সম্মেলনে মাশরাফি জানান, রবিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে কিনা সেটা তামিমের ওপরে নির্ভর করছে। তাই রবিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারবেন তামিম ইকবাল?

আজ সে অনুশীলন করেছে। এরপর ওর ফিটনেস টেস্ট হবে। সেখানে আমাদের ফিজিও থাকবেন। তবে ফিজিও নন, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তামিম নিজেই। ভালো বোধ করলে আগামীকাল অবশ্যই সে খেলবে।

লন্ডনের ওভালে স্থানীয় সময় বেলা দেড়টায় দলের সঙ্গে অনুশীলনে এসে ব্যাট হাতে নেমে পড়েন তামিম। নেটে আধা ঘণ্টা ব্যাটিং শেষে ফিল্ডিং অনুশীলনও করেছেন, নিয়েছেন বেশ কয়েকটি অনেক উঁচুতে ওঠা ক্যাচ।

এ সময় তামিম বলেন, এখন ভালো আছি। কোনও সমস্যা নেই বলেই মনে হচ্ছে। তাই কাল খেলতেও পারি।

প্রসঙ্গত, শুক্রবার নেটে ব্যাটিংয়ের সময় হাতে ব্যথা পেয়ে মাঠের বাইরে চলে যান তামিম। এক্স-রে রিপোর্ট কোনও দুঃসংবাদ দেয়নি, শনিবার পুরোদমে অনুশীলন করে সবার মনে স্বস্তিও এনে দিয়েছেন বাঁহাতি ওপেনার। প্রথম ম্যাচে তাই তাকে দলে পেতে আশাবাদী বাংলাদেশ।

এইচএম/রাতদিন