দিনাজপুরে জানাজার নামাজে অংশগ্রহণ করার সময় মৌমাছির কামড়ে আব্দুর রউফ (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে। এ সময় মৌমাছির কামড়ে আহত হয়েছেন আরও ১৫ জন।
মঙ্গলবার, ১৭ মার্চ দুপুরে সদর উপজেলার ফাসিলাডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত আব্দুর রউফ বিরল উপজেলার ৫নং বিরল ইউনিয়নের রবিপুর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ফাসিলাডাঙ্গা এলাকায় সোলায়মান আলী নামের এক ব্যক্তির জানাজায় অংশগ্রহণের জন্য একত্রিত হয়েছিলেন নিহতের পরিবারের সদস্য, স্বজন ও গ্রামবাসীরা। সেখানেই গাছের ডালে একটি মৌচাকে দূর থেকে একটি ঘুড়ি এসে পড়লে মৌমাছির ঝাঁক উড়ে গিয়ে নামাজে অংশগ্রহণকারীদের আক্রমণ করে। এ সময় মৌমাছির কামড়ে আব্দুর রউফসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রউফ মারা যান।
দিনাজপুর কোতয়ালী থানার ওসি মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জেএম/রাতদিন