দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পাসের হার গতবারের চেয়ে কিছুটা উন্নত হয়েছে। এবার গড় পাসের হার ৮৩.৯২। গতবার ছিল ৮১.৬৩।
গতবারের চেয়ে এবার ২ দশমিক ২৯ বেশি। বেড়েছে জিপিএ ৫ ও কমেছে শতভাগ ফেল করা স্কুলের সংখ্যা। মঙ্গলবার দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০১৯ সালের জেএসসি পরীক্ষায় ২ লাখ ৬১ হাজার ৯৪৮ জন পরীক্ষার্থী অংশ নেন। উত্তীর্ণ হয়েছে ২ লাখ ১৯ হাজার ৮১৫ জন। এদের মধ্যে ছাত্র ১ লাখ ৩৯ হাজার ৯২ জন ও ছাত্রী ১ লাখ ১৫ হাজার ৮২৩ জন। গড় পাসের হার ৮৩.৯২।
ছাত্রদের পাসের হার ৮২.৭৩ ও ছাত্রীদের পাসের হার ৮৫.০১। জিপিএ ৫ পেয়েছে ৬৭৬৫ জন। ২০১৮ সালে ছিল ৬ হাজার ৩০৩ জন। শতভাগ পাস করা বিদ্যালয়ের সংখ্যা ২৮৪টি, গতবার ছিল ৩০২টি।