দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর রেল হিলি স্টেশনের কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে। ২০১৮ সালে ৮ই জানুয়ারি লোকবল সংকট দেখিয়ে স্টেশনটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
সোমবার, ৯ মার্চ সকাল সাড়ে ১১টায় কার্যক্রমের উদ্বোধন করেন রেলওয়ের পশ্চিমা অঞ্চলের জিএম মিহির কান্তি।
সকাল ১১টায় তিতুমীর ট্রেনে রাজশাহী থেকে হিলি স্টেশনে এসে পৌছাঁলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থলবন্দরের কর্তৃপক্ষ ও ব্যবসায়ীসহ স্থানীয়রা।
পরে স্টেশনের কার্যক্রম পুনরায় চালু উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। এসময় তিনি বলেন, ‘বর্তমান সরকার রেলবান্ধব সরকার। হিলি স্থলবন্দরের গুরুত্বের কথা বিবেচনা করে দীর্ঘদিন পর হলেও স্টেশনের কার্যক্রম আবার চালু করা হলো। এতে করে বন্দর এলাকার মানুষের যাতায়াতের সুবিধা হবে।’
এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম, পৌর মেয়র জামিল হোসেন চলন্তসহ অনেকে।
জেএম/রাতদিন