দুই হাজার বিলাশবহুল গাড়ি নিয়ে ডুবলো জাহাজ

ইতালির একটি মালবাহী জাহাজে আগুন লেগে ফ্রান্স উপকূলে আটলান্টিক মহাসাগরে ডুবে গেছে। এই কন্টেইনার জাহাজটি দুই হাজার গাড়ি বহন করে ব্রাজিল নিয়ে যাচ্ছিলো। জাহাজটি ডুবে যাওয়ার ফলে শত শত লাখ ডলারের ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রায় তিন ডজন পোরশে কারসহ বিলাশবহুল এসব গাড়ি নিয়ে যাওয়ার পথে গত সপ্তাহে এই দূর্ঘটনা ঘটে। জাহাজটি ডুবে যাওয়ার ফলে পানিতে ছড়িয়ে পড়া তেল দ্রুত পরিষ্কার করতে শুরু করেছে ফ্রান্স।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী গেবিন উইলিয়ামসন সংবাদমাধ্যমকে জানান, জাহাজে আগুন লাগার পর কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। পরে দ্রুত জাহাজটিতে থাকা ২৭ নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়। সূত্র : বাংলারিপোর্ট

এইচএ/রাতদিন