দুপুরে ২ বিকেলে ১, কালীগঞ্জে পানিতে ডুবে একদিনে তিন মৃত্যু

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পানিতে ডুবে একদিনে তিন শিশু-কিশোরের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পৃথক দুই ঘটনায় দুপুরে দুই কিশোর ও বিকেলে এক শিশু মারা যান। দুপরের ঘটনায় আরো দুই শিশুকে আহত অবস্থায় উদ্ধার করেছেন স্থানীয়রা।

শনিবার, ৪ সেপ্টেম্বর  দুপুর ১টার দিকে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবি নাউখৈয়া দিঘির এলাকা ও বিকেল ৫টার দিকে উপজেলার কাকিনা ইউনিয়নের কবিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে, বেলা সাড়ে ১২টার দিকে সুন্দ্রাহবি বিলের একটি মাছের প্রজেক্টে গোসল করতে নামের ৪ জন। এসময় সেখানে থাকা বালুতে তলিয়ে যায় তারা। পরে দুজন শিশু উঠে আসতে পারলেও  সিয়াম ও মাহিন তলিয়ে যায়।

নিহত সিয়াম (১৫) উপজেলার তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবি গ্রামের মিঠুর রহমানের ছেলে ও মজিবর রহমানের ছেলে মাহিম (১৩)। মাহিমও ওই এলাকার বাসিন্ধা।

বিকেলে দিকে ঘটা অপর এক ঘটনায় জোবায়েদ নামে দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে।

জোবায়েদের বাড়ী উপজেলার কাকিনা ইউনিয়নে। তার বাবার নাম উমর আলী।

স্থানীয়রা জানান, বিকেলে বাড়ির পাশেই কবি শেখ ফজলল করিমের সড়কে খেলা করছিল জোবায়েদ। হঠাৎ তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে ঘরের পাশে পুকুরে জোবায়েদের ভাসমান মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) আরজু মো: সাজ্জাত হোসেন দুর্ঘটনার বিষয় দুটি নিশ্চিত করেন।

জেএম/রাতদিন

মন্তব্যসমূহ প্রদর্শন করা হবে (20)