দ্বিতীয়বার ইনিংস ব্যবধানে জিতল বাংলাদেশ

বৃষ্টির বাধা সত্ত্বেও টেস্ট জেতার সকল আয়োজন ছিলো বাংলাদেশের অনুকুলে। কাল ২ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা জিম্বাবুয়ে আরও ৩ উইকেট হারায়। ৫ উইকেটে ১১৪ রান নিয়ে মধ্যাহ্নবিরতি যায় জিম্বাবুয়ে। দ্বিতীয় সেশনে পুরো ব্যাট করতে পারেনি তারা। এ সেশনে বাকি ৫ উইকেট হারিয়ে ১৮৯ রানে দ্বিতীয় ইনিংসে অলআউট হয় জিম্বাবুয়ে। এতে মিরপুর টেস্ট ইনিংস ও ১০৬ রানে জিতল বাংলাদেশ।

৪৫০ দিন পর টেস্ট জয়ের স্বাদ পেল বাংলাদেশ। ২০১৮ সালে ২ ডিসেম্বর এই শেরেবাংলা স্টেডিয়ামেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ জয় পেয়েছিল বাংলাদেশ। এরপর ছয় টেস্টে হারতে হয়েছে। বাংলাদেশের টেস্ট ইতিহাসে এটি দ্বিতীয় ইনিংস ব্যবধানে জয়।

দিনের দ্বিতীয় সেশনের শুরুতেই যখন সিকান্দার রাজাকে (১৮) তুলে নেন তাইজুল, জিম্বাবুয়ের স্কোর তখন ৬ উইকেটে ১২১। স্বীকৃত ব্যাটসম্যান আর না থাকায় এখান থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি জিম্বাবুয়ের জন্য। ৬৮ রান তুলতে বাকি ৪ উইকেট হারায় তারা।

জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের পেসাররা কোনো উইকেট পাননি। একটি রান আউট বাদে বাকি ৯ উইকেট ভাগ করে নিয়েছেন দুই স্পিনার নাঈম হাসান (৫/৮২) ও তাইজুল (৪/৭৮)। অফ স্পিনার নাঈম অবশ্য নিজেকে ভাগ্যবিড়ম্বিত ভাবতেই পারেন। ম্যাচে ১০ উইকেট নেওয়া হলো না! জিম্বাবুয়ের প্রথম ইনিংসে ৭০ রানে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। টেস্টে এক ম্যাচে এটাই তাঁর ক্যারিয়ার সেরা বোলিং (৯/১৫২)। অন্যদিকে জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৪৩ রান এসেছে অধিনায়ক ক্রেগ আরভিনের ব্যাট থেকে।

আগামী ১ মার্চ থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামবে বাংলাদেশ জিম্বাবুয়ে। পরের ম্যাচ ‍দুটি হবে যথাক্রমে ৩ ও ৬ মার্চ। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটে। এরপর ৯ ও ১১ মার্চ দুটি টি-টোয়েন্টি ম্যাচে মিরপুরে মুখোমুখি হবে দু’দল।

জেএম/রাতদিন