ধর্ষণ, নারী নির্যাতনের প্রতিবাদে পাটগ্রাম ছাত্রলীগের মানববন্ধন

সারা দেশে নারী ও শিশু ধর্ষণ এবং নারী নির্যাতনের প্রতিবাদ জানিয়ে লালমনিরহাটের পাটগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রলীগ এই কর্মসূচী আয়োজন করে।

বৃহস্পতিবার, ৮ অক্টোবর সকাল ১০ টায় উপজেলার চৌরঙ্গী মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূটী পালন করা হয়। মানববন্ধন শেষে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।

সমাবেশে  সভাপতিত্ব করেন পাটগ্রাম উপজেলা ছাত্রলীগের সভাপতি শাফিন আহমেদ পায়েল।

পাটগ্রাম  উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মামুন শুভ সমাবেশ সঞ্চালনা করেন। এতে বক্তব্য দেন পৌর ছাত্রলীগের সভাপতি রাহুল মহাজন, সাধারণ সম্পাদক নাজমুল নিরবসহ অন্যান্যরা।

ছাত্রলীগের সভাপতি- সম্পাদকসহ বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগের নেতা-কর্মীরা মানবন্ধনে উপস্থিত ছিলেন।

জেএম/রাতদিন