নায়ক থেকে গায়ক হলেন জায়েদ খান

বাংলদেশের চিত্রনায়ক জায়েদ খান এখন গায়ক। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ‘ফরচুন বরিশাল’ দলের থিমসং ‘মুই বরিশাইল্লা’ গানে  কণ্ঠ দিলেন তিনি। গানটির গীতিকার  প্রতীক হাসান।

আজ শুক্রবার, ১৩ নভেম্বর এ তথ্য নিশ্চিত করে জায়েদ খান  গণমাধ্যমকে বলেন, ‘আমার এক বড়ভাই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দল কিনেছে। এই দলের থিম সংয়ে আমি আর প্রতীক কণ্ঠ দিয়েছি।’

তিনি আরো বলেন, ‘আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন খুব চর্চা করতাম গানের। তবে কখনো গাওয়া হয়নি। তো যখন আমি গানের জন্য ডামি ভয়েস দিলাম, টিমের মালিক মিজানুর রহমান, মিউজিক ডিরেক্টর শাহরিয়ার বললেন, এটাই জোশ। এটাই থাকবে। গানটা সুদীপ কুমার দীপের লেখা।’

জায়েদ খান ২০০৮ সালে মহম্মদ হান্‌নান পরিচালিত ‘ভালোবাসা ভালোবাসা’ সিনেমার মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। তিনি বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরআই/রাতদিন