নিউজিল্যান্ডের মসজিদে গুলিতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর অংশ হিসেবে আগামী শুক্রবার, ২২ মার্চ দেশটির সরকারি বেতার ও টেলিভিশনে জুম্মার নামাজের আজান সরাসরি সম্প্রচারের ঘোষণা দেয়া হয়েছে।
সেই সাথে নিহতদের স্মরণে ওইদিন দুই মিনিটের নীরবতা পালন করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন।
দেশটির ইংরেজি দৈনিক নিউজিল্যান্ড হেরাল্ড পরিবেশিত খবরে বলা হয়, যে কোনো প্রাণঘাতী নৃশংসতার পর এক মিনিটের নীরবতা পালনের রেওয়াজ থাকলেও ক্রাইস্টচার্চ হামলার ভয়াবহতার কারণে দুই মিনিটের নীরবতা পালন করা হবে।
এর আগে ২০১০ সালে পাইক রিভার বিস্ফোরণে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বশেষ দুই মিনিটের নীরবতা পালন করে নিউজিল্যান্ড।
গত শুক্রবার অস্ট্রেলীয় বংশোদ্ভূত উগ্রপন্থী শেতাঙ্গ সন্ত্রাসী বেন্টন ট্যারান্ট ক্রাইস্টজচার্চের দুটি মসজিদে আধা-স্বয়ংক্রিয় বন্দুক নিয়ে নৃশংস হত্যাযজ্ঞ চালায়। এতে অন্তত ৫০ জন মুসল্লির প্রাণহানি ঘটে। এছাড়া গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরো কমপক্ষে ৪৯ জন।
এইচএ/রাতদিন