নিজ বিদ্যালয়ের মূল্যায়নে নবম শ্রেণিতে উন্নীত হবে শিক্ষার্থীরা

করোনার কারণে চলতি বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা এ বছর অনুষ্ঠিত হবে না। তবে এসব শিক্ষার্থীরা স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের মূল্যায়নের ভিত্তিতে নবম শ্রেণিতে উন্নীত হবে।

আজ বুধবার, ২ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের মূল্যায়ন করবেন। এ বিষয়ে পরবর্তী করণীয় সম্পর্কে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহকে যথাসময়ে নির্দেশনা প্রদান করা হবে।

এ সম্পর্কিত আরও খবর...
style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3929264565086846" data-ad-slot="3647344972">

এর আগে গত ২৭ আগষ্ট শিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, করোনার কারণে এ বছরের জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

তবে এসব পরীক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা হবে কি-না বা কীভাবে মূল্যায়ন করা হবে তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন শিক্ষার্থী-অভিভাবকরা। ঢাকা শিক্ষা বোর্ড এ ব্যাপারে বিজ্ঞপ্তি দিলেও কোন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে তা উলেত্লখ করেনি

এবি/রাতদিন