বিএনপির অভিযোগ ধোপে টিকবে না : ওবায়দুল কাদের

‘একাদশ জাতীয় নির্বাচনে পরাজয়ের পর বিএনপি এখন নানা অভিযোগ করছে,  কিন্তু এসব ধোপে টিকবে না’ বলে মন্তব্য করেছেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার, ১২ জানুয়ারি রাজধানীতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, ‘সরকার গঠনের আগেই আমাদের প্রধানমন্ত্রী গণতান্ত্রিক বিশ্বের অভিনন্দন পেয়েন। কাজেই নির্বাচন নিয়ে যারা আজকে অভিযোগ তুলছেন, তাঁরা নির্বাচনে হেরে গেছেন বলেই হেরে যাওয়ার বেদনা থেকেই এসব অভিযোগ তুলছেন।’

তিনি আরও যোগ করেন,‘ তাদের এ অভিযোগ ধোপে টেকে না। এটার কোনো বাস্তবতা নেই। এটার কোনো যৌক্তিকতাও নেই। দেশে-বিদেশে কোথাও এর কোনো স্বীকৃতি নেই’।

একদাশ সংসদ নির্বাচনে আওয়ামীলীগ বিপুল জয়ী হয়ে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় এসেছে। আর মাত্র আটটি আসন পেয়ে শুরু থেকেই বিএনপি তথা ঐক্যফ্রন্ট নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগনহ নির্বাচনের দাবি তোলা প্রসঙ্গে মূলত এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

আরই/১২.০১.১৯ 

মতামত দিন