নীলফামারীর সৈয়দপুরে ডেঙ্গুজ্বর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে একজন। এদিকে নীলফামারী সদর হাসপাতালে ভর্তি আছেন আরও দুজন।
মঙ্গলবার, ৩০ জুলাই সকালে আসাদ নামের একজন ভর্তি হন সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তিনি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি গ্রামের আব্দুস সামাদের ছেলে। জ্বর নিয়ে তিনি ঢাকা থেকে বাড়ি এসেছিলেন।
নীলফামারী সিভিল সার্জন ডা. রণজিৎ কুমার বর্মণ বলেন, ‘চিকিৎসকদের বলা হয়েছে কোনো রোগীকে সন্দেহ হলে পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। এছাড়া কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক রাখা হয়েছে।’
এনএইচ/ রাতদিন