নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং- রাজঃ ২২০) নিজস্ব তহবিল থেকে সৈয়দপুরস্থ পরিবহন শ্রমিকদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। এদিন প্রায় বারশ’ শ্রমিককে অর্থ সহায়তা দেয়া হয়।
শুক্রবার, ২২ মে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে অবস্থিত ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে এই অর্থ সহায়তা আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সৈয়দপুর পৌরসভা সাবেক মেয়র এবং সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আখতার হোসেন বাদল।
এ সময় নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন, সহ-সভাপতি মো. মোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. মমতাজ আলী, কোষাধ্যক্ষ মো. মনছুর আলী, দপ্তর সম্পাদক মো. এফাজ উদ্দিন সরকার, সড়ক সম্পাদক (আন্তঃ) মো. শফিকুল ইসলাম শফিকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপিস্থত ছিলেন।
ওই দিন এক হাজার দুই সৈয়দপুরস্থ পরিবহন শ্রমিকের মাঝে ৪ লাখ টাকা বিতরণ করা হয়েছে।
এর আগে সংগঠনের উদ্যোগে জেলার পরিবহনশ্রমিকদের মাঝে ২৫ মেট্রিক টন চাল বিতরণ করা হয়।
জেএম/রাতদিন