মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডের বিচারের রায়ে পুলিশ সদস্যদের ছাড় দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুর সফর শেষে বৃহস্পতিবার,২৪ অক্টোবর দুপুরে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘এই রায় প্রমাণ করে পুলিশের ওপর নির্ভরশীল এই সরকার। সে জন্য পুলিশ সদস্যদের মামলা থেকে ছাড় দিয়ে যাচ্ছে।’
তিনি বলেন, ‘এই সরকার তো নির্বাচিত সরকার নয়, তাদের কোনও ম্যান্ডেট নেই। তারা জোর করে ক্ষমতায় আছে। জোর করে থাকার জন্যই তারা এই ধরনের দুর্বৃত্তায়ন করছে।’
বুয়েটের ছাত্র আবরার হত্যাকাণ্ড প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘আবরার হত্যার পেছনে সম্পূর্ণভাবে সরকার দায়ী। এজন্য যে সরকার রুলিং পার্টি। তাদের প্রশ্রয়ে এসব এলিমেন্ট আজ সন্ত্রাসী কর্মকাণ্ড করে যাচ্ছে। ছাত্রলীগ বা যুবলীগ গত কয়েক বছর ধরে একেবারেই লাগামহীন হয়ে পড়েছে, গোটা দেশে তার প্রভাব পড়তে শুরু করেছে।’
এ হত্যার নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘যে বিষয়টা নিয়ে আবরারকে হত্যা করা হয়েছে, এটা কোনও মতেই কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একজন সাধারণ নাগরিক তার দেশের স্বার্থ সম্পর্কে একটা মত দিতে পারবেন না, এটা কখনও চিন্তা করা যায় না। আমরা মনে করি যে, ভারতে যে প্রধানমন্ত্রী গিয়েছিলেন এবং সেখানে তিনি যে চুক্তিগুলো করেছেন, যেসব এমওইউ সই করেছেন, সেখানে বাংলাদেশের স্বার্থ রক্ষা হয়নি। শুধু তাই নয় বলা যেতে পারে যে, বাংলাদেশের স্বার্থ বিঘ্নিতও হয়েছে। এই কথাগুলো বলতে গিয়ে একজন প্রাণ হারাবে, এটা কখনোই গ্রহণযোগ্য নয়। আমি মনে করি যে, এজন্যই সরকারের পদত্যাগ করা উচিত।’
ভোলার ঘটনা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘ব্যাপারটা খুবই দুঃখজনক। এই ধরনের ঘটনাগুলোয় আমার কেন যেন সন্দেহ হয়, নিশ্চয়ই কোনও না কোনও মহল থেকে এই ধরনের ঘটনাগুলোকে উসকানি দেয়। এই ঘটনায় পুলিশ যে গুলি করেছে, সেটা নিন্দনীয়। এজন্য যে, আমরা দেখলাম ভোলায় কোনও রকমের ভায়োলেন্স ছিল না, শান্তিপূর্ণ সমাবেশের ওপর পুলিশ আক্রমণ করেছে, গোলাগুলি করেছে। এতে প্রমাণিত হয়—ভিন্নমত প্রকাশে কোনও স্বাধীনতা নেই। যেটা আমরা বার বার বলে আসছি।’
বিএনপি মহাসচিব বলেন, ‘এই সরকার একটার পর একটা সমস্যা তৈরি করেছে। এর প্রধান কারণ হচ্ছে, তারা তো নির্বাচিত হয়ে আসেনি। নির্বাচিত হয়ে এলে যে ধরনের দায়িত্বশীলতা থাকা দরকার, তা থাকতো। এখানে সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন কাজ হচ্ছে।’
এন এ/রাতদিন