পঞ্চগড়ে ৫ বারের মেয়রকে হারিয়ে জয়ী জাকিয়া

প্রথম বারের মতো পঞ্চগড় পৌরসভায় জয় পেয়েছে ক্ষমতাশীন দল আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাকিয়া খাতুন। পঞ্চগড় পৌরসভায় তিনিই প্রথম নারী হিসেবে মেয়রের চেয়ারে বসছেন।

আজ সোমবার, ২৮ ডিসেম্বর ১৫টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে ইভিএমে ভোটগ্রহণ করা হয়। ভোট গণনার পরে রাত ৮টায় মেয়র পদে বেসরকারিভাবে আওয়ামী লীগের প্রার্থী জাকিয়া খাতুনকে নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর।

জাকিয়া খাতুন পেয়েছেন ১২ হাজার ৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পাঁচ বারের পৌর মেয়র তৌহিদুল ইসলাম ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৯ হাজার ৪৭৫ ভোট।

মেয়র পদের আরেক প্রার্থী জাগপার শাহরিয়ার আলম হুক্কা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৪৮ ভোট। ৩৫ হাজার ১১টি ভোটের মধ্যে মোট ভোট পড়েছে ২২ হাজার ৬৭টি। বৈধ ভোটের সংখ্যা ২১ হাজার ৯৭৯ ভোট। বাতিল হয়েছে ৮৮টি ভোট। মোট ভোটের হার ৬৩ শতাংশ।

এইচএ/রাতদিন