পহেলা বৈশাখের নিরাপত্তায় রংপুর বিভাগজুড়ে র‌্যাবের টহল

রংপুর র‌্যাবের (১৩) অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক বলেছেন, বাঙালি সংস্কৃতির সাথে অসঙ্গতিপূর্ণ অশ্লীলতা, বেহায়াপনা কিংবা নববর্ষের নামে জুয়া, হাউজি, লটারি, মাদকগ্রহণ, নারী নির্যাতনের সকল অপতৎপড়তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

‘বাঙালির প্রাণের এই উৎসবটি যাতে সকল ধর্মের মানুষ পালন করতে পারে, সে ব্যাপারে র‌্যাব সক্রিয় ভূমিকা পালন করবে’ যোগ করে বলেন তিনি।

শনিবার, ১৩ এপ্রিল দুপুরে রংপুর নগরীর প্রেসক্লাব চত্ত্বরে প্রেস ব্রিফিংয়ে র‌্যাব অধিনায়ক এসব কথা বলেন ।

তিনি বলেন,  ‘বাংলা নববর্ষ বরণের উৎসবে নিশ্চিদ্র নিরাপত্তা দেয়ার জন্য র‌্যাব ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। রংপুর বিভাগের সকল স্থানে র‌্যাবের সর্বাত্তক টহল অব্যহত রয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ যে সকল স্থানে পহেলা বৈশাখের অনুষ্ঠান রয়েছে, সেখানে পোষাকে ও সাদা পোষাকে পুলিশের পাশাপাশি র‌্যাব সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন।’

মঙ্গল শোভাযাত্রায় মুসলমানদের অংশগ্রহণে আপত্তি তুলে হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাফী’র দেয়া বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন,  ‘কোন মৌলবাদির বক্তব্য বাঙালির সার্বজনীন এই উৎসবে মানুষের অংশ থামাতে পারবে না। এটা বাঙালি ও বাংলার মানুষের প্রাণের উৎসব। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মিলনের উৎসব বাংলা নববর্ষ।’ 

পহেলা বৈশাখে জঙ্গি হামলা ও নাশকতার হুমকি নেই বলেও জানান র‌্যাব-১৩ এর অধিনায়ক মোজাম্মেল হক। তিনি বলেন, ‘আমরা জঙ্গিদের ব্যাপারে সজাগ আছি। গত সপ্তাহে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। বৈশাখে কোন জঙ্গি হামলার হুমকি নেই। তবে যদি কোন তথ্য পাওয়া যায়, ব্যবস্থা নেয়া হবে।’

এসময় র‌্যাব-১৩ এর কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার হোসেন ও সহকারি পুলিশ সুপার আ.ন.ম ইমরান হোসেন।

এবি/রাতদিন