পাকিস্তানে জুমার নামাজে বোমা হামলা, নিহত ২

পাকিস্তানের একটি মসজিদে জুমার নামাজ চলাকালীন বোমা বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। দেশটির বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার এক মসজিদে এই বিষ্ফোরেণে আহত হয়েছেন আরও ১৫ জন।

শুক্রবার, ২৪ মে জুমার নামাজের সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।

জানা যায়, শুক্রবার কোয়েত্তা শহরের পেশতোনাবাদ এলাকায় অবস্থিত রেহমানিয়া মসজিদে জুমার নামাজ চলাকালীন বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এতে দুইজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা দিতে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

এ নিয়ে রমজান মাসেই দেশটির বেলুচিস্তান প্রদেশে পঞ্চমবারের মতো হামলার ঘটনা ঘটলো।

ঘটনায় পরেই ওই এলাকা ঘিরে রেখেছে স্থানীয় পুলিশ। তবে এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

এ ঘটনায় নিন্দা জানিয়ে বেলুচিস্তান প্রদেশের মুখ্যমন্ত্রী জাম কামাল খান আলিয়ানি বলেন, পবিত্র রমজান মাসে সাধারণ মানুষকে লক্ষ্য করে যারা এ ধরনের হামলা চালিয়েছে, অবশ্যই তাদের শাস্তি হওয়া উচিৎ। 

ঘটনাস্থলের নিরাপত্তা জোরদার করার পাশাপাশি এ ঘটনার তদন্তে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রদেশটির মুখ্যমন্ত্রী।

জেএম/রাতদিন