পাটগ্রামে অহেতুক ঘেরাফেরা, ২৪ ঘন্টায় ৩৪ জনের জরিমানা

সরকারি নির্দেশনা অমান্য করে অপ্রয়োজনে বাইরে  ঘোরাফেরা রোধে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অভিযান চালিয়েছেন  ভ্রাম্যমাণ আদালত।এ সময় ভ্রাম্যমাণ আদালত  অযথা বাইরে ঘোরাফেরার কারণে পাটগ্রাম পৌর বাজারের বিভিন্ন পয়েন্টে  ৩৪ ব্যক্তিকে  ১৮ হাজার  ৭০০ টাকা জরিমানা করেছে।

মঙ্গলবার, ৭ এপ্রিল দিনব্যাপি এই অভিযান পরিচালনা করা হয়।

আদালত পরিচালিত হয় পাটগ্রাম উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মো. মশিউর রহমান ও পাটগ্রাম উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) দীপক কুমার দেব শর্মার নেতৃত্বে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ‘করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারি জারীকৃত নির্দেশনা অমান্য করে   উপজেলার বিভিন্ন বাজারে লোকজন অযথা বাইরে ঘোরা ফেরা করছে। এমন সংবাদের ভিত্তিতে  মঙ্গলবার দিনব্যাপি  পাটগ্রাম পৌর বাজারের বিভিন্ন পয়েন্টে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

এ সময় পাটগ্রাম পৌর বাজারে  সরকারি নির্দেশনা  অমান্য করে অপ্রয়োজনে  বাইরে ঘোরা ফেরা করায়  ইউএনও’র নেতৃত্বাধীন আদালত ৩০ জনকে  ১৭ হাজার টাকা  জরিমানা করে।

অন্যদিকে পাটগ্রাম পৌর বাজারের অলিগলিতে অভিযান চালিয়ে উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) দীপক কুমার দেব শর্মা ৪ জনকে ১ হাজার ৭০০ টাকা জরিমানা করেন ।

এ সময় পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মহন্ত ও থানা পুলিশের একটি দল ভ্রাম্যমান আদালতের সঙ্গে ছিলেন।

এদিন তাঁরা করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সকাল থেকে উপজেলার বিভিন্ন হাট বাজারে জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা চালান।

এ বিষয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মশিউর রহমানের বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমন ঠেকাতে এ অভিযান অব্যাহত থাকবে।’

জেএম/রাতদিন