লালমনিরহাটের পাটগ্রামে বাউরা পূণম চাঁদ ভুতোরিয়া কলেজে চার তলা ভবন নির্মাণে কোনো প্রকার নিন্মমানের সামগ্রী ব্যবহার করা হয়নি দাবি করে সংবাদ সম্মেলন করেছেন রাশেদুল ইসলাম সুইট। তিনি নিজেকে ওই কাজটির ঠিকাদার দাবি করেছেন।
বুধবার, ২৯ মে পাটগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ দাবি করেন।
সংবাদ সম্মেলনে রাশেদুল ইসলাম সুইট বলেন, কাজ শুরুর আগে ওই কলেজের অধ্যক্ষ মোস্তাফিজার রহমান বসুনিয়া কাজটি নিজে করার জন্য আমাকে বিভিন্নভাবে চাপ দেয়। তবে তাকে না দিয়ে প্লান ও ডিজাইন অনুযায়ী কাজ শুরু করি আমি।
ভবনটি নির্মাণের সময় সহকারী শিক্ষা প্রকৌশলী, জেলা প্রকৌশলী, কলেজ সভাপতি, অধ্যক্ষ ও অন্যান্য শিক্ষকদের উপস্থিতিতে কাজ করা হয়। পরে অধ্যক্ষ অবৈধ সুবিধা দাবী করেন। অবৈধ সুবিধা আদায় করতে না পেরে আমার উপর ক্ষুব্ধ হয়ে উঠেন।
এ অবস্থায় গত ২৬ মে শিক্ষার্থীদের দিয়ে মানববন্ধন করে কাজ বন্ধ করে দেন অধ্যক্ষ মোস্তাফিজার।
এইচএম/ রাতদিন