লালমনিরহাটের পাটগ্রামে করোনা ভাইরাসের সংক্রমণরোধে দোকান-ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দোকান মালিক সমিতি। তবে ওষুধ ও কাঁচাবাজার এর আওতামুক্ত থাকবে।
আজ মঙ্গলবার, ২৪ মার্চ সন্ধ্যায় পাটগ্রাম বাজার ব্যবসায়ী সমিতি ও পূর্ব বাজার ব্যবসায়ী সমিতির যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর পরপরেই পৌরশহরে দোকানপাট বন্ধ রাখতে মাইকিং করা হয়।
পাটগ্রাম পূর্ব বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ইবাদুজ্জামান জানান, ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনসমাগম কমাতে ব্যবসায়ীরা উদ্যোগী হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন।
পাটগ্রামের ইউএনও মশিউর রহমান বলেন, ‘জরুরি প্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া অন্যসব দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ীরা। তাদের সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই।’
পরবর্তি ঘোষণা না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে জানা গেছে।
এবি/রাতদিন