লালমনিরহাটের পাটগ্রামে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র উদ্যোগে মহাখালী ডিওএইচএস ক্লাবের আয়োজনে দুস্থ ও অসহায় পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। উপজেলার সীমান্তবর্তী গ্রামের ৩শ’ ৫টি পরিবারের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার, ২৪ মে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এসব পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মুহাম্মদ ইসহাক ।
এ সময় উপস্থিত ছিলেন ৫১ বিজিবি ব্যাটালিয়নের কুচলিবাড়ি কোম্পানি কমান্ডার সুবেদার তারাজুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে পাটগ্রাম বিওপি ক্যাম্পের নায়েব সুবেদার আবু জাফরসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরিবার প্রতি ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি লবন, ২০০ গ্রাম সেমাই, ৫০০ গ্রাম চিনি, ৭৫ গ্রাম দুধ খাদ্য সামগ্রী হিসেবে দেয়া হয়।
বিজিবি সুত্রে জানা গেছে, রংপুর ৫১ ব্যাটালিয়নের আওতাধীন এলাকায় এ পর্যন্ত ২ হাজার ৩০৫ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
জেএম/রাতদিন