পাটগ্রামে বীর মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে কম্বল বিতরণ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এসময় উপজেলার চার শতাধিক মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারে মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

সোমবার, ২৩ ডিসেম্বর সকাল ১১ টায় পাটগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) দীপক কুমার দেব শর্মা, বীর মুক্তিযোদ্ধা ও লালমনিরহাট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য অধ্যক্ষ (অব.) এম ওয়াজেদ আলী, পাটগ্রাম উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার এএইচএম সালাউজ্জামান ফারুক, সাবেক কমান্ডার জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ও পৌর কাউন্সিলর আজিজুল হক দুলাল।

এসকে/রাতদিন