পাটগ্রামে ব্যবসায়ীদের উপহার, ২১৫ পরিবারে আগাম ঈদের আমেজ

লালমনিরহাটের পাটগ্রাম পৌর শহরের পূর্ব বাজার ব্যবসায়ী সমিতির ব্যবসায়ীদের উদ্যোগে ক্ষুদ্র ব্যবসায়ী , অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ফলে উপকারভোগীদের বাড়িতে অনেকটা আগাম ঈদের আমেজ দেখা দিয়েছে।

মঙ্গলবার, ১৯ মে বেলা ১২ টায় পাটগ্রাম তারক নাথ ( টি.এন) স্কুল অ্যান্ড কলেজ মাঠে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া ২১৫ জন অসহায় , দুস্থ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী তুলে দেন পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রুহুল আমীন বাবুল।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মশিউর রহমান, জেলা পরিষদ সদস্য মাহাবুবুর রহমান প্রধান, ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ইবাদুজ্জামান বাপি, সম্পাদক মো. আজিনুর রহমান আজিম, পাটগ্রাম থানার ওসি ( তদন্ত) মো. মোজাম্মেল হক প্রমূখ ।

এ সময় ঈদ উপহার খাদ্যসামগ্রী হিসেবে প্রতিটি প্যাকেটে আতব চাল, মুরগী, আটা, ডাল, লাচ্ছা সেমাই, কিসমিস, বাদাম, চিনি, গুড়ো দুধ, সাবান ও মুড়ি দেওয়া হয়।

জেএম/রাতদিন