পাটগ্রামে ৪ মাদ্রাসাছাত্রকে পিটিয়ে আহত, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় কওমি মাদ্রাসার ছাত্রদের উপর হামলার ঘটনায় এলাকাবাসি মানববন্ধন করেছেন। উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমারা ঘুন্টিঘর গ্রামের খাদেমুল উলুম মাদ্রাসায় এই হামলার ঘটনা ঘটে।

শুক্রবার, ১৭ জুলাই লালমনিরহাট- বুড়িমারী স্থলবন্দর মহাসড়কে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধন কর্মসূচীতে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বুড়িমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. তাহাজুল ইসলাম মিঠু, ওই এলাকার বাসিন্দা মমিন উল্লাহ, উমর ফারুক, মাওলানা মাহমুদ উল্লাহ্, মুফতি আকরামুজ্জামান প্রমূখ।

বক্তারা মাদ্রাসা ছাত্রদের উপর হামলার নিন্দা জানান ও ঘটনায় জড়িত ব্যক্তির বিচার দাবি করেন।

প্রসংগত, গত বৃহস্পতিবার বিকালে স্থানীয় নাসির উদ্দিনের ছেলে ইউনুস আলীর সাথে ওই মাদরাসার ছাত্রদের খেলা-ধুলার ঘটনাকে কেন্দ্র করে তর্ক বাধে ও ধাক্কাধাক্কি হয়। ঘটনা জানতে পেরে নাসির উদ্দিন ওই মাদরাসার ৪ জন ছাত্রকে বেধড়ক পিটায়। এরা হলেন জুবায়ের, সাজু, নাহিদ ও রাশেদ। আহত ছাত্রদেরকে ওই দিনই পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় মাদরাসার প্রধান শিক্ষক বাদি হয়ে পাটগ্রাম থানায় একটি অভিযোগ দিয়েছেন।

জেএম/রাতদিন