পানি-খাবারে চেতনানাশক মিশিয়ে সবকিছু লুটে নেন তারা

রংপুরের পীরগাছায় অজ্ঞান পাটির চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন বাড়ির পানির ট্যাংক, নলকূপ, লবন বা খাবারের সঙ্গে চেতনানাশক ঔষধ মিশিয়ে লোকজন অচেতন করে সবকিছু চুরি করে পালিয়ে যেত।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিপুল পরিমান চেতনানাশক ঔষুধ, গ্রীল ও দরজা ভাঙ্গার যন্ত্রপাতিসহ একটি ইজিবাইক উদ্ধার করা হয়।

সোমবার, ৮ জুলাই আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন পীরগাছা থানার ওসি রেজাউল করিম।

তিনি বলেন, মাস তিনেক আগে পীরগাছা উপজেলার কামদেব গ্রামের মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের বাড়িতে ওই অজ্ঞান পাটির সদস্যরা লবণের সাথে চেতনানাশক ঔষুধ মিশিয়ে বাড়ির লোকজনকে অজ্ঞান করে। পরে বাড়িতে থাকা নগদ অর্থ ও স্বর্ণলংকারসহ প্রায় সাড়ে চার লাখ টাকার জিনিস চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় পীরগাছা থানায় একটি মামলা দায়ের করা হলে অভিযানে নামে থানা পুলিশ।

পরে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার পূর্ব চন্দ্রখানা গ্রামের কফুর মাস্টারের ছেলে শাহিনুর রহমানকে (৪৫) গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে গত রোববার রাতে রংপুরের সাতমাথা নাচনিয়া বস্তি থেকে আজাহার আলীর ছেলে মাজেদুল ইসলাম (৩৩) ও তার স্ত্রী শাহিনা বেগম (২৮) এবং ইজিবাইক চালক ইটাকুমারী ইউনিয়নের কামদেব গ্রামের সোলায়মান আলীর ছেলে হেকমত আলীকে (৩৫) গ্রেপ্তার করা হয়।

ওসি জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে।

এনএইচ/ রাতদিন