পীরগঞ্জে আবারো ধ্বসে গেল করতোয়ার বাঁধের ব্লক!

রংপুরের পীরগঞ্জে করতোয়া নদীর বাম তীর প্রতিরক্ষা কাজ শেষ না হতেই আবারো বাঁধের ব্লক ধ্বসে গেছে। এতে কাজের গুণগত মান নিয়ে জনমনে নানা জল্পনা-কল্পনা সৃষ্টি হয়েছে।

শনিবার, ২৭ জুন রাতে উপজেলার চতরা ইউনিয়নের বদনাপাড়া এলাকায় ব্লক ধ্বসের এই ঘটনা ঘটে।

জানা গেছে, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে রংপুর জেলার মিঠাপুকুর, পীরগাছা, পীরগঞ্জ ও রংপুর সদর উপজেলার যমুনেশ্বরী, ঘাঘট ও করতোয়া নদীর তীর সংরক্ষণ ও নদী পূণঃখনন প্রকল্প গ্রহন করা হয়। ২০১৮-২০১৯ অর্থ বছরে রংপুরের পীরগঞ্জের করতোয়া নদীর বাম তীর রক্ষায় বদনাপাড়া নামক স্থান থেকে ৪’শ মিটার বাধে ব্লক স্থাপনের কাজ করে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স খায়রুল কবির রানা।

শনিবার রাতে সদ্য নির্মিত ওই বাঁধের আনুমানিক ৫০ ফুট জায়গার ব্লক নদী গর্ভে ধ্বসে যায়। কিছুদিন আগেও ওই স্থানে বৃষ্টির পানিতেই ব্লক নদীতে ধ্বসে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার একাধিক মানুষ জানায়, শুরুতেই নিম্নমানের কাজের প্রতিবাদ করায় ঠিকাদারের লোকজন আমাদেরকে মামলায় জড়ানোর হুমকি দিয়েছিল। আর আজ নিম্নমানের এই কাজের প্রতিফল দেখছি।

এ ব্যাপারে সংশ্লিষ্ট উপবিভাগীয় প্রকৌশলী গোলাম জাকারিয়া জানান, নদীতে পানির গভীরতা বেশি থাকায় ব্লক নদীতে ধসে যাচ্ছে।

উপসহকারী প্রকৌশলী ফারুক সিকদার জানান, ৪ বৎসরের মধ্যে যতবার ব্লক ধ্বসে যাবে ততবার ঠিকাদারী প্রতিষ্ঠান তা সংস্কার করবে।