পীরগঞ্জে মসজিদে মসজিদে মাস্ক-সাবান বিতরণ

পীরগঞ্জের ব্যাক্তি উদ্যোগে ১৫ হাজার মানুষের মাঝে উন্নতমানের মাস্ক (মুখোশ) বিতরন করা হয়েছে। বিশিষ্ট ঠিকাদার সহকারী অধ্যাপক জাহিদুল ইসলাম রুবেলের পক্ষ থেকে এসব মাস্ক বিতরণ করা হয়।

আজ শুক্রবার, ২৬ জুন উপজেলার ৫০ টি মসজিদে জুম্মার নামাজ শেষে এসব মাস্ক দেয়া হয়।

জানা গেছে, করোনা সংক্রমন প্রতিরোধ ও স্বাস্থ্য সুরক্ষায় সামাজিক সচেতনতা বাড়াতে সহকারী অধ্যাপক রুবেলের ব্যক্তিগত তহবিল থেকে ১৫ হাজার মাস্ক ও ১ হাজার সাবান বিতরন করা হয়।

এর আগে ১ম দফায় ২৫টি মসজিদে জুম্মার নামাজ শেষে মসুল্লিদেরকে মাস্ক দেয়া হয়। আজ ২য় দফায় উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভার ৫০টি মসজিদে মাস্ক ও সাবান বিতরণ করা হলো। এজন্য মসজিদগুলোতে বিশেষ দোয়াও করা হয়।

রংপুর জেলার শ্রেষ্ঠ করদাতা পীরগঞ্জ শাহ আব্দুর রউফ কলেজের সহকারী অধ্যাপক রুবেল জানান, পীরগঞ্জের বধুমাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর পরামর্শে ব্যক্তিগতভাবে করোনা পরিস্থিতিতে পীরগঞ্জের অসহায় মানুষকে খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সচেতনতা বাড়াতে মাস্ক, সাবান বিতরন করা হয়েছে।

জেএম/রাতদিন