শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি দেশের আট বিভাগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আটটি ক্যাম্পাস করার প্রস্তাব দিয়েছেন।
এর বাইরে ওই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষাসহ অন্যান্য পাবলিক পরীক্ষার জন্য শুধু পরীক্ষাকেন্দ্র তৈরির উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
শনিবার, ২ মার্চ রাজধানীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পারফরমেন্স র্যাংকিং ২০১৬-১৭ অ্যাওয়ার্ড ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন যেসব কলেজ আছে সেসব কলেজের শিক্ষার্থীরা যেন বিশ্ববিদ্যালয় মানের শিক্ষা লাভ করতে পারে সেই উদ্যোগ নিতে হবে। প্রয়োজনে প্রত্যেকটি বিভাগে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস করা যায় কি না সেটা নিয়েও পদক্ষেপ নেয়া যেতে পারে।’
এর আগে গত ২৫ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭১৮টি স্নাতক (সম্মান) পাঠদানকারী কলেজের মধ্যে জাতীয়ভিত্তিক স্কোরে ২০১৭ সালের ৫টি সেরা কলেজ, ১টি সেরা মহিলা কলেজ, ১টি সেরা সরকারি কলেজ ও ১টি সেরা বেসরকারি কলেজের নাম ঘোষণা করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ।
এছাড়া শিক্ষার মানোন্নয়নে দৃষ্টি রেখে বিভিন্ন সেরা অঞ্চলভিত্তিক আরও ৬৮টি কলেজের নাম ঘোষণা করা হয়েছে। রংপুর অঞ্চলের ১০ কলেজ এবার পুরস্কার পেয়েছে।
এসব কলেজকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অ্যাওয়ার্ড, সনদ ও চেক তুলে দেন বলে দেশের বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে ।
এবি/রাতদিন