প্রতিদিনই কমছে পেঁয়াজের দাম, হিলিতে ২০টাকা কেজি

দিনাজপুরের হিলিতে আবারও কেজিতে তিন টাকা কমেছে পেঁয়াজের দাম। একদিনের ব্যবধানে দ্বিতীয় দফায় ভারত থেকে আমদানি করা পেয়াজের দাম কমার ঘটনা ঘটলো।

আজ মঙ্গলবার, ২৩ নভেম্বর প্রতি কেজি পেঁয়াজ প্রকারভেদে বিক্রি হচ্ছে ২০ টাকা, যা সোমবার বিক্রি হয়েছে ২৩ টাকায়। আমদানি বেশি হওয়াতে দাম কমেছে বলে জানান ব্যবসায়ীরা।

হিলি বাজারের ব্যবসায়ীরা জানান, হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি হওয়াতে দাম কমেছে। তবে দাম কমলেও ক্রেতা নেই বলছেন তারা। গত এক সপ্তাহের তুলনায় কেজিপ্রতি ১০ থেকে ১৫ টাকা কমেছে পেঁয়াজের দাম।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ জানান, সম্প্রতি ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বৃদ্ধি পেয়েছে। তবে দেশের বাজারে সেই তুলনায় চাহিদা কম রয়েছে। চাহিদা কম হওয়াতে দাম কমতে শুরু করেছে। সেই সঙ্গে দেশীয় পেঁয়াজ বাজারে উঠতে শুরু করেছে। আগামীতে আরও কমতে পারে পেঁয়াজের দাম বলেও জানান তিনি।

হিলি কাস্টমসের তথ্যমতে, চলতি সপ্তাহের তিন কর্মদিবসে ভারতীয় ৭১টি ট্রাকে দুই হাজার ৩২ টন পেঁয়াজ আমদানি হয়েছে।

জেএম/রাতদিন