ফণী: রংপুর নগরীর বাসীন্দাদের সতর্ক হওয়ার পরামর্শ, হেল্প লাইন চালু

রংপুর সিটি করপোরেশনের বিদ্যুৎ, বর্জ্য ব্যবস্থাপনা ও বিজ্ঞাপন-প্রচারণা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের আজ শুক্রবার এবং আগামীকাল শনিবার, ৪ এপ্রিলের ছুটি বাতিল করা হয়েছে।

রংপুর সিটি করপোরেশনের মেয়র   মোস্তাফিজার রহমান মোস্তফা এ তথ্য জানিয়েছেন। ঘূর্ণিঝড় ফণী’র আঘাত ও পরবর্তি সময়ের জন্য এ সীদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে রংপুর অঞ্চল ফণীর সম্ভাব্য কেন্দ্র হয়ে উঠতে পারে উল্লেখ করে রংপুর সিটি করপোরেশনের অফিসিয়াল ফেসবুকে পেজে সতর্কতামূলক পোস্ট দেওয়া হয়েছে। এতে ঘূর্ণিঝড় ‘ফণী’ পরবর্তী জরুরি প্রয়োজনে (০১৭৩৫-৬৭৯৪০১ এবং ০৫২১-৬৫৬৯৯) নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

পাশাপাশি নগরবাসীকে সতর্ক এবং ক্ষয়ক্ষতি মোকাবিলায় তৎপর হতে সতর্ক করেছেন রংপুরের মেয়র।

এবি/রাতদিন