বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফিটনেস পরীক্ষায় পাস করতে পারেননি নাসির হোসাইন। গত বছর জাতীয় লিগের আগে ফিটনেস টেস্টেও উত্তীর্ণ হতে পারেননি দলের বাইরে থাকা এই তারকা অলরান্ডার।
আজ মঙ্গলবার, ১০ নভেম্বর দ্বিতীয় দিনের বিপ টেস্ট দিয়েছেন ৩৩ ক্রিকেটার। এর মধ্যে নাসির তুলেছেন সর্বনিম্ন ৮.৫ স্কোর। পাস করতে পারেননি আরেক স্পিনার সোহাগ গাজীও। অথচ শাহরিয়ার নাফিস ও মোহাম্মদ আশরাফুলদের মতো সিনিয়র ক্রিকেটারও পাস মার্ক ১১ স্কোর তুলেছেন।
আজকের পরীক্ষায় প্রায় ৬৫ শতাংশ ক্রিকেটার পেয়েছেন ১১-এর ওপর স্কোর। পেসার মেহেদী হাসান সর্বোচ্চ ১৩.৬ পেয়েছেন ।
২০১৮ সালের জানুয়ারিতে দেশের মাঠে ত্রিদেশীয় সিরিজ খেলার পর আর সুযোগ পাননি জাতীয় দলে। মাঝখানে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে হাঁটুতে গুরুতর চোট পেয়েছিলেন। এরপর দীর্ঘদিন জাতীয় দলের বাইরে নাসির।
আরআই/ রাতদিন