দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। মোহাম্মদ সুজন নামে ওই যুবক মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন দিয়ে হাটছিলেন।
আজ মঙ্গলবার, ৩১ আগস্ট সকালে দিনাজপুর রেলস্টেশনের পার্শ্ববর্তী কাঞ্চন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ সুজন দিনাজপুর পৌর এলাকার ষষ্ঠীতলা রেলঘুন্টি বস্তির আব্দুল জলিলের ছেলে।
দিনাজপুর রেলওয়ে থানার এসআই মো. মুসাব্বির আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, দিনাজপুরের বিরল থেকে একটি ট্রেন লালমনিরহাট যাচ্ছিল। ওই সময় সুজন মোবাইলে কথা বলতে বলতে রেললাইন দিয়ে হাঁটছিলেন। এক পর্যায়ে ট্রেনে কাটা পড়েন তিনি। পরে রেলওয়ে পুলিশ সুজনের তিনখণ্ড লাশ উদ্ধার করে।
তিনি আরো জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।