বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে প্রথম শহীদ শিশু শংকু সমঝদারের পরিবারের এক সদস্যকে চাকরি দিয়েছে সরকারি বেগম রোকেয়া কলেজ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর ঘোষণার প্রেক্ষিতে এ চাকরি দেয়া হলো।
মঙ্গলবার, ১৭ মার্চ দুপুরে সরকারি বেগম রোকেয়া কলেজে মুজিববর্ষের অনুষ্ঠানে শংকু সমঝদারের মা দিপালী সমঝদারের হাতে তার বড় ছেলের স্ত্রী’র চাকরির নিয়োগপত্র তুলে দেয়া হয়।
এসময় প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর চিন্ময় বাড়ৈ জানান, শহীদ শংকু সমঝদারের ভাবি কনকলতাকে সং¯িøষ্ট মন্ত্রণালয়ের পরিপত্র মোতাবেক কলেজের কার্যসহায়ক পদে নিয়োগ দেয়া হয়েছে। তিনি বলেন, ১৯৭১ সালের ৩ মার্চ রংপুরে স্বাধীনতা সংগ্রামে আন্দোলনে পাকিস্তানিদের গুলিতে স্কুল ছাত্র শিশু শংকু সমঝদার শহীদ হন। বতর্মানে শংকুর পরিবার অসচ্ছল। তার বৃদ্ধা মা, অসুস্থ বড় ভাই, ভাবি, বোন ও সন্তানরা অভাব অনটনে জীবন যাপন করছে।
এরআগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে কলেজে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। কলেজ মিলনায়তনে আলোচনা, প্রবন্ধ উপস্থাপন, বিতর্ক, কবিতা আবৃতি, চিত্রাঙ্কন ও রচনা লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক আরেফিনা বেগমের সভাপতিত্বে প্রবন্ধ উপস্থাপন কলেজের গণিত বিভাগের সহযোগি অধ্যাপক মো. মোজাফফর রহমান, বাংলা বিভাগের প্রভাষক মো. জহুরুল হক।
অনুষ্ঠান শেষে একটি দেয়ালিকা উম্মোচন করা হয়।
জেএম/রাতদিন