‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মুক্তিযোদ্ধারা নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছেন। তার জন্যই আমরা বাংলাদেশ নামে এই স্বাধীন রাষ্ট্র পেয়েছি। আর সেই মহান নেতার ভাস্কর্য নিয়ে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করছে। এদরেকে রুখে দিতে হবে।’ এমনটা বলছিলেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য (এমপি) মোতাহার হোসেন।
আজ মঙ্গলবার, ১৫ ডিসেম্বর দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধায় এসব কথা বলেন তিনি।
উপজেলার নওদাবাসে কালীমোহন তফসিলি উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত শহীদ মিনারের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে অপতৎপরতা রুখে দেয়ার আহ্বান জানান এমপি মোতাহার হোসেন।
উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন অংগসংগঠনের নেতা-কর্মী ও বিদ্যালয়টির কয়েক শতাধিক শিক্ষার্থীসহ শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, সাধারন সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, নওদাবাস কালীমোহন তফসিলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদ হোসেন সাগর, হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রওশন হাবিব খান মানিক, তোছাদ্দেক আলম খান রুবেল, সিংগীমারী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু, টংভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক সেলিম হোসেন।
জেএম/রাতদিন