গ্রেপ্তার এড়াতে এফ আর টাওয়ার নির্মাণকারী প্রতিষ্ঠান রূপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল দেশ ছেড়ে পালিয়েছেন বলে শনিবার, ৩০ মার্চ রাতে একটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে। রাজধানীর বনানীর ওই ভবনে অগ্নিকাণ্ডের একদিন পর তিনি দেশত্যাগ করেন বলে গোয়েন্দা সূত্রের বরাতে প্রকাশিত খবরে বলা হয়।
অগ্নিকাণ্ডের ঘটনায় শনিবার রাতে বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিল্টন দত্ত বাদী হয়ে একটি মামলা করেন। এতে রুপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান এবং জমির মূল মালিক এসএমএইচ আই ফারুক ও কুড়িগ্রামের বিএনপি নেতা তাসভীর উল ইসলামের নাম উল্লেখ করা হয়।
এদিকে মহানগর ডিবি (উত্তর) পুলিশের সদস্যরা এসএমএইচ আই ফারুক ও এফ আর টাওয়ারের বর্ধিত অংশের মালিক বিএনপি নেতা তাসভীর উল ইসলামকে গ্রেফতার করেছে শনিবার রাতে।
সাংবাদমাধ্যম বাংলাট্রিবিউনের খবরে বলা হয়, লিয়াকত আলী বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন। তিনি শুক্রবার, ২৯ মার্চ দেশত্যাগ করেন।
গত ২৮ মার্চ দুপুরে বনানীর এফ আর টাওয়ারে আগুন লাগার ঘটনায় মারা গেছেন ২৬ জন, আহত হয়েছেন শতাধিক।
এবি/রাতদিন